Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ডকুমেন্টারি
বিষয়
লিংক
‘জুলাইয়ের বিষাদ সিন্ধু বা Requiems for July Martyrs’
https://youtu.be/ERedlmEKpEs?si=4oHETdUY8-p0ChOX
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ'
https://youtu.be/FlSvZlsj0Ws?si=zKraqLYcU9gwmk8D

সমগ্র জাতিকে মুক্ত করার প্রত্যয়ে একদিন স্লোগান তুলেছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। আজ সেই আবু বকর আর কোনো স্লোগান দিতে পারেন না, এমনকি একটি শব্দও উচ্চারণ করতে পারেন না। ক্ষমতাসীন সরকারের নিপীড়নযন্ত্র, হাসিনার বাহিনী, তার কণ্ঠরোধ করেছে—তার ভাষা কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আজ তিনি শুধু নিরুত্তর দৃষ্টিতে তাকিয়ে থাকেন প্রতিটি প্রশ্নের মুখোমুখি হয়ে।

জুলাইয়ের রক্তস্নাত দিনগুলোতে যারা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন—ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যাঁরা খালি হাতে লড়েছেন প্রাণপণে, দেশপ্রেম আর সাহসের অনল জ্বালিয়ে—তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প নিয়েই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করেছে ডকুমেন্টারি সিরিজ "জুলাই বীরগাথা"। এই সিরিজের প্রথম পর্বে উঠে এসেছিল চোখ হারানো মাহবুবুলের সংগ্রামের কথা। আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব, যেখানে উঠে এসেছে কণ্ঠ হারানো সাহসী যোদ্ধা আবু বকর সিদ্দিকের নিঃশব্দ প্রতিবাদের গল্প।


https://youtu.be/FlSvZlsj0Ws?si=zKraqLYcU9gwmk8D